ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ভারতীয় প্রেমিকাসহ উল্লাপাড়ায় প্রেমিক আটক, জেলহাজতে প্রেরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৯, ২ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসা ভারতীয় নারী নার্গিস বেগম (৩২) ও তার প্রেমিক জুয়েল সরকার (২৭)কে আটক করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ। 

পুলিশ মঙ্গলবার দুপুরে এই নব দম্পত্তিকে প্রতারণা মামলায় সিরাজগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে। এর আগে মঙ্গলবার সকালে ওই নারীর ভারতীয় সাবেক স্বামী মীর ফজলুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ উপজেলার বালসাবাড়ী গ্রামের দাঁদপুর ইরান সরকারের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোঃ মামুন জানান, ভারতীয় নাগরিক নার্গিছের সাবেক স্বামী মীর ফজলুর রহমানের প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় এই নব দম্পতিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। নার্গিছের বিরুদ্ধে মীর ফজলুর রহমানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক রেখেই বাংলাদেশের প্রেমিক জুয়েল রানাকে বিয়ে করার অভিযোগ রয়েছে। 

এছাড়াও তার ভারতীয় স্বামীর নিকট থেকে নগদ টাকাপয়সা ও স্বর্ণাঙ্কার চুরি করে পালিয়ে আসার অভিযোগ রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, ভারতীয় নাগরিক মীর ফজলুর রহমানের মামলায় নার্গিস ও তার প্রেমিক স্বামী জুয়েল রানাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি