ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত দুই নারীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ২ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হলো। এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১২৫ জন রোগী।

দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

তারা হলেন জেলার নগরকান্দা উপজেলার ফেরদৌসি বেগম। তিনি গত ৩১ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। অপরজন হলেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সুরাইয়া বেগম। তিনি গত ৩১ আগস্ট হাসপাতালে ভর্তি হন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গু আক্রান্ত  হয়ে এ পর্যন্তু ১৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ১৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২৫ জন রোগী। বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেলসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৯ জন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি