ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪

ভোলায় দুই জেলেদের মধ্যে সংঘর্ষ, নিহত ১  

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২৩

ভোলার সিগারেট খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরির আঘাতে এক জেলে নিহত হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভোলা সদর উপজেলার চডার মাথায় মেঘনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত জেলে রাসেল (১৯) পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালুপুর গ্রামের তোফাজ্জেল হোসেন ভান্ডারীর ছেলে। ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় আকতার মাঝির নৌকায় তারা দু’জন ভাগী হিসেবে থাকত। মাছ ধরা শেষে তারা দুজনেই জাল বুনতে বসে। এক পর্যায়ে সিগারেট নিয়ে রাসেল ও মো. রিয়াজ হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল রিয়াজকে চড় মারলে রিয়াজ হাতে থাকা ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। এসময় রাসেলকে বাঁচাতে এগিয়ে আসলে রিয়াজ মামুন নামে আরেক জেলেকে গুরুতর জখম করে রিয়াজ।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্থানীয়রা রিয়াজকে আটক করে ইলিশা পুলিশ ফাঁড়িতে সোর্পদ করে।

এদিকে খেবর পেয়ে রাসেলের বাবা-মা ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন  চন্দ্র সরকার জানান, রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক রিয়াজকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি