ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠল কিশোরীর মরদেহ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৭, ২৪ সেপ্টেম্বর ২০২৩

লক্ষ্মীপুরের রামগতিতে নিখোঁজের দুইদিন পর মেঘনা নদীতে মরিয়ম (১৫) নামে এক কিশোরীর মরদেহ ভেসে উঠেছে।  

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নদী থেকে মরদেহটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে রামগতি নৌ-পুলিশ।
এর আগে গত বুধবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে মরিয়ম নিখোঁজ হন।

মরিয়ম পার্শ্ববর্তী জেলা নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর নিজাম এলাকার দিনমজুর মহিউদ্দিনের মেয়ে। 

রামগতির বড়খেরী নৌ-পুলিশের পরিদর্শক (ইনচার্জ) মো. ফেরদৌস আহম্মদ বলেন, কিশোরী মরিয়ম মানসিক প্রতিবন্ধী ছিল। বুধবার গভীর রাতে সে সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়।

এরপর থেকে নিখোঁজ থাকে সে। তার সন্ধানে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। পরে শনিবার বিকালে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে মেঘনা নদীতে মরিয়মের মরদেহ ভেসে ওঠে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে মরিয়ম নিজেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তার মৃত্যুতে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি