ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪

নিখোঁজ ২ সন্তানসহ মায়ের লাশ মিললো নদীতে

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর মা ও দুই সন্তানের লাশ নদীতে পাওয়া গেছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশিপুর কাশিডাঙ্গা এলাকায় তীরনই নদীতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

মৃত উদ্ধারকৃতরা হলেন রাণীশংকৈল উপজেলার কাশিপুর এলাকার রহিম উদ্দিনের স্ত্রী নাসিমা (৪০), তার ছেলে শাওন (৮) ও সাফায়েত (৫)।

মাজেদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মরদেহ তিনটির হাত দড়ি দিয়ে বাঁধা। অনেক ধারণা করছে এটি হত্যাকাণ্ড, আবার কেউ কেউ বলছেন পরিবারের সাথে অভিমান করে হাত বেঁধে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, তারা মঙ্গলবার সন্ধ্যায় ওই স্বামীর সাথে রাগারাগী করে সন্তানদের নিয়ে নিখোঁজ হন নাসিমা। তাদের পরিবারের লোক আজকে সকালে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। তার কিছুক্ষণ পরেই খবর আসে মা ও দুই সন্তানের লাশ পাওয়া গেছে তীরনই নদীতে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি