ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৫ জনের মৃত্যু       

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৪, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ফরিদপুরে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। আর এর মধ্য দিয়ে একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটালো ফরিদপুরে। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে। 

গত ২৪ ঘন্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৫ জন রোগীর। এদের মধ্যে চারজনের বাড়ি ফরিদপুরে এবং এক জনের বাড়ি কুষ্টিয়া জেলায়। 

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মারা যাওয়া রোগীরা হলেন জেলার বোয়ালমারী উপজেলার ভাটদী গ্রামের বাসিন্দা জয়নাব বেগম (৫৫), সদরপুর উপজেলার যাত্রাবাড়ী গ্রামের লাবনী বেগম (২৫), ভাঙ্গা উপজেলার ডাঙ্গারপাড় গ্রামের বাসিন্দা সমির সরকার (২২), একই উপজেলার গঙ্গাধরদী গ্রামের বাসিন্দা সানজিদা বেগম (২৭) এবং কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাসিন্দা মধুসূধন বিশ্বাস (৭৫)। 

এছাড়া নতুন করে আরও ২৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে শয্যা শংকট। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা হাসপাতালের বারান্দা ও সিঁড়িতে অবস্থান নিয়ে চিকিৎসা গ্রহণ করছেন। 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় ১১ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ১০ হাজার ৪২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আর ৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি