ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

গভীর রাতে আগুনে পুড়ল টেক্সটাইল কারখানার মালামাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৬, ২ অক্টোবর ২০২৩ | আপডেট: ০৮:২৯, ২ অক্টোবর ২০২৩

গাজীপুরের শরীফপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পড়ে গেছে গোডাউনের মালামাল ও ১৫টি বসত ঘর।

রোববার দিবাগত রাত ৩টার দিকে এই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টায় চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত ৩টার দিকে গাজীপুরের  শরীফপুর এলাকায় বাসা বাড়িতে আগুন লাগে। মুহূর্তে আগুন আশেপাশের কক্ষে ছড়িয়ে পড়ে।  এক পর্যায়ে আগুন পাশের ইউনিম্যাক্স টেক্সটাইল লিমিটেড কারখানার গোডাউনে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে জয়দেবপুর, টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

আগুনে ১৫টি কক্ষের মালামাল, আসবাবপত্র ও গোডাউনে থাকা মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি