ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তৃতীয় দিনের মত বন্ধ ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:২২, ৪ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

ফরিদপুর গোল্ডেন লাইন পরিবহন ও রাজবাড়ী বাস মালিক সমিতির বিরোধের জেরে তৃতীয় দিনের মত বন্ধ রয়েছে ঢাকা-রাজবাড়ী সরাসরি বাস চলাচল। এতে গত কয়েক দিন ধরে এ রুটের শত শত যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

আজ বুধবার (৪ অক্টোবর) রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে কোন বাস ছেড়ে চায়নি এবং ঢাকা থেকে কোনো বাস আসেনি।

যাত্রীরা সরাসরি ঢাকা থেকে রাজবাড়ী না আসতে পেরে ভেঙ্গে ভেঙ্গে লোকাল যানবাহনে বেশি অর্থ খরচ করে গন্তব্যে পৌঁছাচ্ছে।

রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, গোল্ডেন লাইন পরিবহনের সাথে ট্রিপ চালানো নিয়ে দ্বন্দ্বে ঢাকা থেকে রাজবাড়ী রুটে সরাসরি বাস চলাচল আজ তিনদিন ধরে বন্ধ রয়েছে। এতে রাজবাড়ী জেলার সরাসরি ঢাকায় যাতায়াত করা ৫৩টি এবং ফরিদপুর ও অন্যান্য স্থানের ৪৯টিসহ ১০২টি বাস বন্ধ রয়েছে আজও। তবে বিষয়টি সুরাহার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি।

গত রোববার সন্ধ্যায় গোল্ডেন লাইন পরিবহন ও রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের বাসের ট্রিপ সংখ্যা বেশি চালানো নিয়ে দ্বন্দ্বের জেরে ঢাকার গাবতলিতে রাজবাড়ী রুটের সব বাস কাউন্টার বন্ধ করে দেয় গোল্ডেন লাইন কর্তৃপক্ষ। 

তারই ধারাবাহিকতায় আজ বুধবারসহ তিন দিন ধরে ঢাকা-রাজবাড়ী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি