ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

মুন্সীগঞ্জে ট্রলিচাপায় বাবা-ছেলে নিহত, মা আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ১৩ নভেম্বর ২০২৩

মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায় ট্রলিচাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী বাবা দাদন সরকার (৩২) ও ছেলে মো. হোসাইন (৪) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন হোসাইনের মা-সহ আরও তিনজন।

সোমবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টায় সদর উপজেলার টরকিতে মুন্সীগঞ্জ-বাংলাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের বাড়ি সদর উপজেলার চর আবদুল্লাহ এলাকায়।

ওসি আমিনুল ইসলাম জানান, উপজেলার ত্রিপলিয়া এলাকা থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে শহরে যাচ্ছিল। পথে বেলা পৌনে ১১টার দিকে উপজেলার টরকি এলাকায় মুন্সীগঞ্জ-বাংলাবাজার আঞ্চলিক সড়কে বিপরীতমুখী একটি ট্রলি ওই অটোরিকশাকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলে বাবা দাদন সরকার ও তার ছেলে মো. হোসাইনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন মা কুলসুম বেগমসহ তিনজন। 

আহতদের প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি