ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫২, ১৪ নভেম্বর ২০২৩

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় সিয়াম হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় তার বন্ধু আনারুল ইসলামের ছেলে বকুল (১৫) আহত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়। এর আগে সকাল ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী থানাধীন আকুবপুর বাজারের অদূরে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিয়াম হোসেন উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের প্রবাসী হাশেম আলীর ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সিয়াম ও বকুল পার্শ্ববর্তী খলিসাখুন্ডি বাজারে যাওয়ার পথে আকুবপুর বাজারের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়। আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই সিয়াম মারা যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম জানান, স্থানীয়রা ট্রাক চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি