ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪

ভোলায় মনোনয়নপত্র জমা দেলেন তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ৩০ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ভোলা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ  মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আরিফুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি কি বললো না বললো এতে কিছু যায় আসে না। সকলের কাছেই একটা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। অনেকেই অংশ গ্রহণ করবে সেই নির্বাচনে।

তোফায়েল আহমেদ আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি দেশে  অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নৌকায় ভোট চান এবং দোয়া কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন, পৌর মেয়র মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ইউনুছ।

এর আগে মনোনয়নপত্র জমা দেয়া উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের ওবায়দুল হক কলেজ মাঠে এক দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। সেখানে দলের হাজারো নেতাকর্মী অংশ নেয়। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি