ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

মাদারীপুরে নির্বাচন পরবর্তী সংঘর্ষ, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ৮ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৫:৫৯, ৮ জানুয়ারি ২০২৪

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। 

সোমবার বেলা ১১টার দিকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, সোমবার সকালে স্বতন্ত্র প্রার্থী তাহমিনার সমর্থক আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি কালিগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারের যাবার পথে মিছিলে অতর্কিত হামলা চালানো হয়। 

এ সময় বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করার অভিযোগ ওঠে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদেরকে উদ্ধার করে  কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতাল থেকে দুজনকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। দ্রুত এ ঘটনায় সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি