ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

শীতের তীব্রতায় জয়পুরহাটে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০০, ২১ জানুয়ারি ২০২৪

জয়পুরহাটে তীব্র শীতের কারণে আজ রোববার ও আগামীকাল সোমবার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। 

জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শিক্ষা বিভাগ সূত্র আজ রোববার সকালে এতথ্য নিশ্চিত করেছে।

জেলার শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের সিদ্ধান্ত মোতাবেক তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় রোববার ও সোমবার জেলার মাধ্যমিক পর্যায়ের ও প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। 

জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার আমান উদ্দিন জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রাজশাহী অঞ্চলের নির্দেশনায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন জানান, জয়পুরহাটে সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করায় রোববার ও সোমবার সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বদলগাছী আবহাওয়া অফিস আজ রোববার সর্বনিম্ন ৯ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বলে জানান- সহকারী মিজানুর রহমান। 

হাঁড়কাপানো শীত জেঁকে বসেছে এই অঞ্চলে। শীতের কারণে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমনিতেই কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি