ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিমি জুড়ে যানজটের সৃষ্টি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৯, ২৬ জানুয়ারি ২০২৪

ঘন কুয়াশায় একাধিক সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার সকাল সাতটা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে  গন্তব্যে যাওয়ার যানবাহনের চালক ও যাত্রীরা বিপাকে পড়েছেন।

পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে এলেঙ্গা ও ভূঞাপুর লিংক রোডে একাধিক সড়ক দুর্ঘটনা ও একটি গাড়ি বিকল হয়ে যায়। সেগুলো সরাতে সময় লাগায় এ যানজটের শুরু।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সেতু সড়কে যানবাহনের চাপ থাকায় ধীর গতিতে চলাচল করেছে। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক স্বাভাবিক হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি