ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

তাপমাত্রা নামল ৫.৫ ডিগ্রিতে, কাঁপছে দিনাজপুর

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ০৮:৪৪, ২৮ জানুয়ারি ২০২৪

মধ্য মাঘে এসেও হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা। রাজশাহী ও রংপুর বিভাগসহ অনেক জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ দশমিক ৫ ডিগ্রি। 

রোববার (২৮ জানুয়ারি) ভোর ৬টায় এ জেলায় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগে গত শুক্রবার ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। 

ক’দিন ধরেই পঞ্চগড় ও দিনাজপুর অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। কুয়াশার সাথে হিমেল বাতাস শীতের দাপট বাড়িয়েছে কয়েকগুণ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

সকাল-বিকাল-রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। সঙ্গে শৈতপ্রবাহ। শীতে বিপর্যস্ত জনজীবন।

শীত মোকাবেলায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্নআয়ের মানুষজন। তবে মাঘের এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। শীতের কারণে সময় মতো কাজে যোগ দিতে পারছেন না তারা। ফলে অনেক সময় কাজ না পেয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। 

হিলিতে প্রচণ্ড শীতে কাজ করতে না পারায় পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগে শ্রমজীবীরা।

ঠাকুরগাঁওয়ে শৈত্যপ্রবাহের সাথে ঘন কুয়াশায় কাহিল সব বয়স ও শ্রেণি-পেশার মানুষ।

রংপুরেও বইছে শৈত্যপ্রবাহ। শীত দীর্ঘায়িত হওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল, ক্ষেতমজুর ও শ্রমজীবীদের।

কুয়াশার সাথে উত্তরের হিম শীতল বাতাসে স্থবিরতা নেমে এসেছে নওগাঁর জনজীবনে। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

কনকনে ঠাণ্ডায় অতিষ্ট গাইবান্ধার মানুষ। বেশি দুর্ভোগে শ্রমজীবীরা।

শীত কমেনি সিরাজগঞ্জেও। দিনে সূর্যের দেখা মিললেও সকাল-বিকাল-রাত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক।

শীত প্রলম্বিত হওয়ায় টাঙ্গাইলে বোরোর আবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি শাক-সবজিসহ ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের।

প্রচণ্ড ঠাণ্ডায় মৌলভীবাজারে চা-শ্রমিকদের দুর্ভোগ চরমে। গবাদি পশু নিয়েও বিপাকে কৃষকরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি