ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪

সুয়ারেজ লাইনে আটকা পড়ে দুই শিশু, ৯৯৯ ফোনকলে উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ৭ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১৪:১২, ৭ ফেব্রুয়ারি ২০২৪

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় দুই শিশু দোকানদারের ধাওয়া খেয়ে ওয়াসার সুয়ারেজ লাইনের মধ্যে ঢুকে পড়ে এবং দৌড়ে ভেতর দিয়ে অনেকদূর পর্যন্ত চলে যায়। এরপর বের হওয়ার পথ খুঁজে না পেয়ে সেখানে আটকা পড়ে তারা। 

এমন তথ্য জানিয়ে খোকন নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান। 

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মাইনুল। তিনি তাৎক্ষণিকভাবে কোতোয়ালী থানাধীন নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনে শিশুদের দ্রুত উদ্ধারে ব্যবস্থা নেয়ার জন্য জানান। একই সাথে কোতোয়ালী থানাকে বিষয়টি অবহিত করেন। 

পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মোঃ হানজালাল উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ফুটপাথের স্ল্যাব খুলে ১২ ও ১৪ বছর বয়সী শিশু দুটিকে উদ্ধার করে। 

পরে নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া ফায়ার লিডিং অফিসার সুজন চাকমা ৯৯৯কে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। 

মঙ্গলবার চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন চামড়ার গুদাম শুটকি পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি