ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪

নদীতে মিললো নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৬, ৪ মার্চ ২০২৪

গত শনিবার থেকে নিখোঁজ সামিয়া ইসলাম নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ নদী থেকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

আজ সোমবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশারচর এলাকায় কালিগঙ্গা নদীতে তার লাশ ভাসতে দেখা যায়।

সামিয়া ইসলাম মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার বালিকা বিদ্যালয়ের নবব শ্রেণী শিক্ষার্থী। বাবা সাইফুল ইসলাম ও পরিবারের সাথে পৌর এলাকার গঙ্গাধরপট্টিতে ভাড়া বাসায় থাকতেন।

মেয়ে নিখোঁজের পর বাবার পক্ষ থেকে সদর থানায় একটি জিডি করা হয়।

পুলিশ মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি