ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলে ট্রাকের চাপায় প্রাণ গেলো পল্লী চিকিৎসকের

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫২, ৭ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছেন। 

রোববার সকালে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাবলু (৭০) ঘাটাইল উপজেলার আঠারদানা গ্রামের বাসিন্দা। ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। তিনি পল্লী চিকিৎসক ছিলেন। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বাবলু সেহেরি খাওয়া শেষ করে ভোরে ফজরের নামাজ পড়ার সময় বাড়ি থেকে বের হন। বাড়ির সামনের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে মসজিদে যাওয়ার সময় একটি দ্রুতগামী মিনিট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

পরে পরিবারের সহদস্য ও স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি