ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকিতে কুয়াকাটায় আনন্দ শোভাযাত্রা

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৬, ১৪ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেল ‘একুশে টেলিভিশন’র ২৫ বছরে পা রাখায় কুয়াকাটায় আনন্দ শোভাযাত্রা এবং কেটকাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।

রোববার সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। কুয়াকাটা পৌরসভার রাখাইন মহিলা মার্কেট এলাকাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি কুয়াকাটা প্রেসক্লাব মাঠে মিলিত হয়। 

এরপর প্রেসক্লাবে কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি ও কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোঃ আনছার উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখনে কুয়াকাটা পৌরমেয়র মোঃ আনোয়ার হাওলাদার ও মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার প্রমুখ।

বক্তারা এসময় একুশে টেলিভিশনের নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও মানসম্পন্ন অনুষ্ঠানমালা প্রচারের ভূয়সী প্রশংসা করেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি