ঢাকা, বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬

অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ৫ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

সাভারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে বাগবাড়ী এলাকার ভাই ভাই খন্দকার ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারকে নগদ চার হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অভিযোগকারী ভোক্তাকে অতিরিক্ত নেওয়া এক হাজার টাকা ফেরত দেওয়া হয়।

একই সঙ্গে একই ইউনিয়নের ভরারী এলাকার গ্রিন টাউন এলপি গ্যাস লিমিটেডের ডিপোকে বিক্রয়কৃত চালানে গ্যাসের মূল্য উল্লেখ না থাকা এবং বিস্ফোরকের লাইসেন্স না থাকার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের জানান, অবৈধভাবে মজুদকৃত এলপিজি গ্যাসের বিষয়ে তথ্য পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যের বেশি অর্থ আদায়ের কোনো সুযোগ নেই।

ভবিষ্যতে বাজার অস্থিতিশীল করার উদ্দেশ্যে মূল্যবৃদ্ধি ও মজুদ করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি