ঢাকা, সোমবার   ০৪ নভেম্বর ২০২৪

ধানক্ষেতে মিললো নারীর মরদেহ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৫, ১০ মে ২০২৪

টাঙ্গাইলের নাগরপুরে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী অঞ্জনা বেগম (৪২)র মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে অঞ্জনা তার বাপের বাড়ি যাবেন বলে বাড়ি থেকে বের হন। তারপর থেকে অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি।

এলাকাবাসী একটি মরদেহ ধান ক্ষেতে দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি অবহত করেন। এ সময় পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন বলেন, মরদেহের শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন নেই। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি