ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলে লোবেটের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত দুই 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৪, ২৫ মে ২০২৪

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় পাইলিংবাহী একটি গাড়ির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দুজন কাভার্ডভ্যানের চালক ও হেলপার।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, সকালে পৌলী এলাকায় পাইলিংবাহী একটি লোবেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লোবেটের পেছনে ধাক্কা দেয়। 

এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী নিহত হন। 

নিহতদের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি