ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

মোংলায় রেমালের প্রভাব শুরু, বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৪, ২৬ মে ২০২৪

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়েছে। এটি মোংলা সমুদ্র বন্দর থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। উত্তাল রয়েছে সাগর। জারি করা হয়েছে মহাবিপদ সংকেত। 

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার সকাল থেকে হালকা বাতাস এবং গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে মোংলা বন্দরে অবস্থান করা জাহাজে পণ্য ওঠানামাসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ করে খোলা হয়েছে একটি নিয়ন্ত্রণ কক্ষ। জারি করা হয়েছে বন্দরের নিজস্ব এলার্ট নম্বর থ্রি। নিরাপদ নোঙ্গরে নেয়া হয়েছে বাণিজ্যিক জাহাজগুলো।

তবে জনমনে ঘূর্ণিঝড় রেমালের আতঙ্কা নেই। ভোর থেকেই পেটের দায়ে কর্মস্থলে ছুটছেন শ্রমজীবীরা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি