ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

সেতুর নিচে মিললো কাশিমপুর কারাগার হিসাবরক্ষকের মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪০, ১৭ জুন ২০২৪

ঢাকা-আরিচা মহাসড়কের জাগির ব্রিজের নিচ থেকে গাজিপুরের কাশিমপুর কারাগারের হিসাব রক্ষক শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

শহিদুল ইসলাম মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় স্ত্রী ও দুই কন্যা নিয়ে ভাড়া বাসায় বসবাস করেতন। তিনি সিরাজগঞ্জ জেলার বাজন দারগাতী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম গত রাতে তার কর্মস্থল থেকে মানিকগঞ্জের বাসার উদ্দেশ্যে রওনা হন। রাত ১১টার দিকে পরিবারের সাথে তার শেষ কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিল হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি