ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

আন্দোলনের ফল পেলো রুহিয়া ডিগ্রি কলেজের ৩৬ শিক্ষার্থী

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:৩৩, ১ জুলাই ২০২৪

এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এডমিট কার্ড না পেয়ে শনিবার কলেজ চত্বরে বিক্ষোভ করে ৩৬ শিক্ষার্থী। তারা কলেজ গেটের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে কলেজে অবস্থান নিয়ে আন্দোলন চালাতে থাকে। একসময় অধ্যক্ষ মজিবর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার বেলাযেত হোসেন আন্দোলনকারীদের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ করে দেবার আশ্বাস দেন।

কলেজ কর্তৃপক্ষের চেষ্টায় আন্দোলনের ফল তারা ঘরে তুলতে পেরেছে। রোববার এইচএসসি পরীক্ষা শুরু হবার আগে কলেজের অধ্যক্ষ আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে এডমিট কার্ড তুলে দেন। এডমিট কার্ড পেয়ে সীমাহীন খুশি শিক্ষার্থীরা, পরীক্ষায় অংশ নিয়ে ভালো পরীক্ষা দিয়েছে বলে উচ্ছ্বাস প্রকাশ করে তারা।

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রি কলেজের সেই ৩৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার অংশ নিয়েছে। তাদের মধ্যে ১১ জন মানবিক বিভাগের আর ২৫ জন কারিগরি বিভাগের শিক্ষার্থী।

ফরম পূরণের টাকা নেয়ার পরেও এইচএসসি’র ৩৬ জন শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় অনিশ্চিত হয়ে পড়ে তাদের পরীক্ষা।

ওই কলেজের ল্যাব সহাকারী হিসেবে দায়িত্বরত মোঃ সাবু নামে এক কর্মচারি শিক্ষার্থীদের ফরম পূরণের কথা বলে জেনারেলে এগারো ও কারিগরিতে পঁচিশজনসহ ৩৬ জনের কাছে ৪ হাজার টাকা করে হাতিয়ে নেয়। 

এরইমধ্যে পরীক্ষা ঘনিয়ে আসায় পরিক্ষার্থীরা নিয়মিত যোগাযোগ করলেও প্রবেশপত্র দিতে কালক্ষেপণ করে সাবু। সবশেষ শনিবার (২৯ জুন) দুপুরে কলেজে উপস্থিত হয় সমস্ত শিক্ষার্থীরা। প্রবেশপত্র না পেয়ে ক্ষোভ প্রকাশ করলে পালিয়ে যায় কর্মচারি সাবু। 

তারপরেও কলেজ কর্তৃপক্ষ তাদের কথায় কর্ণপাত না করায় কলেজে চত্বরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কলেজেরে মূল ফটকের সামনের সড়কে কাঠের গুড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে র্দীঘ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। এ ঘটনায় রুহিয়া থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পরবর্তিতে প্রবেশপত্র প্রদানে উপজেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ দ্রুত বৈঠক শেষে বিষয়টি নিরসনের আশ্বাস দেন শিক্ষার্থীদের। 

কলেজ অধ্যক্ষ মজিবর রহমান বলেন, শিক্ষার্থীদের জীবনের কথা বিবেচনা করে বিশেষ চেষ্টার পর প্রবেশপত্র আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, যে বিষয়টিতে ফায়দা লুটেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মানবিক বিভাগের ১১ জন রুহিয়া গিন্নিদেবী আগরওয়ালা কলেজ ভেন্যুতে ও কারিগরি বিভাগের ২৫ জন রুহিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

কলেজ কর্তৃপক্ষের তথ্য বলছে, এ কলেজ থেকে কারিগরিতে ২৮৩ ও জেনারেলে ১৭৯ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি