ঢাকা, শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪

ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৫, ৭ জুলাই ২০২৪

ফাইল ছবি

ফাইল ছবি

ডুমুরিয়ার ৮নং শরাফপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার আনুমানিক রাত পৌনে ১০টায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন তাকে মৃত্য অবস্থায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, শনিবার বিকালে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের কর্মিসভা ছিল। তিনি সেই অনুষ্ঠানে অংশ নেন। রাত ১০টা পর্যন্ত উপজেলা সদরে বিভিন্ন কাজ সেরে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। গুটুদিয়া ওয়াপদার ব্রিজের পূর্বপাশে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলি তার পিঠে লাগে। এতে তিনি ঘটনাস্থলে পড়ে যান। 

স্থানীয় লোকজন গুলির শব্দ পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থার অবনতি হতে থাকে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে চেয়ারম্যানের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখান থেকে আলামত সংগ্রহের চেষ্টা করি। এ হত্যায় জড়িতদের শনাক্তে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি