ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

হিলি বন্দর দিয়ে ২ দিনে ভারত থেকে এলো ৯৫১ টন পেঁয়াজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ১৫ জুলাই ২০২৪

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে গত ২ দিনে ৩৬টি ট্রাকে ভারত থেকে ৯৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি-কারক এসোয়েশনের সভাপতি হারুনুর রশিদ হারুন এ তথ্য নিশ্চিত করেন। আজ সোমবার থেকেই এসব পেঁয়াজ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

তিনি বলেন, জুলাই মাসের শুরু থেকেই দেশের বাজারে পেঁয়াজের দর ফের বাড়তে শুরু করে। এ কারণেই হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা পেঁয়াজ আমদানি শুরু করেছে। গত ২ দিনে ভারত থেকে ৩৬টি ট্রাকে ৯৫১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। আমদানি করা পেঁয়াজ খালাসের কাজ চলছে। আজ সোমবার থেকেই এসব পেঁয়াজ হিলি বাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাইকাররা নিয়ে যাবে। 

পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে আরও অধিক পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে বলে জানান তিনি।

স্থলবন্দর সিএন্ডএনএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, গত পরশু শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বন্দর দিয়ে ভারতীয় ১৬টি ট্রাকে ৪৫১ মেট্রিক টন এবং রোববার সারাদিনে ২০টি ট্রাকে ৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি