ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

এক লাফে কাঁচা মরিচের দাম কমল ২৪০ টাকা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৭, ৩০ জুলাই ২০২৪

রাজবাড়ীর বাজারে এক লাফে কাঁচা মরিচের প্রতি কেজিতে দর কমেছে ২৪০ টাকা। ৪০০ টাকা দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন পাওয়া যাচ্ছে ১৬০ টাকায়। 

ব্যবসায়ীরা জানান, গত দুই তিন দিন ধরে কারফিউ শিথিলের সময় বাড়ানোর কারণে যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ায় মরিচের সরবরাহ বেড়েছে। এতে এক লাফে দ্বিগুনেরও বেশি কমেছে মরিচের দর। বর্তমানে দেড়শ’ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ।

প্রতি মণে দর কমেছে পাঁচ থেকে ছয় হাজার টাকা। বাজারে দীর্ঘদিন পর কাঁচামরিচের দাম কমে যাওয়ায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করছেন।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কারফিউ বলবৎ থাকায় মরিচের আমদানি কম, সেই সঙ্গে বাজারে সরবরাহও কমে যায়। এতে করে হঠাৎ কাঁচা মরিচের দর উঠে ৪শ’ টাকায়। তবে গত তিন চারদিন ধরে কারফিউ শিথিলের সময় বাড়ানোর কারণে পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দ্বিগুনেরও বেশি কমেছে কাঁচা মরিচের দাম। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি