ঢাকা, মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬

২২ জিপিএ-৫ নিয়ে কোয়ান্টাম কসমো কলেজে শতভাগ পাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ১৫ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

আজ দেশের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। কোয়ান্টাম কসমো কলেজের ৬৪ জন ছাত্রছাত্রীর সবাই এতে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে ২২ জন। 

এছাড়া জিপিএ চার পেয়েছে ৩৯ জন। বাকি ২ জন এ ও বি মাইনাস। 

জুলাই-আগস্টের বিশেষ পরিস্থিতির কারণে ২০২৪ সালে এবার এইচএসসি পরীক্ষা পুরোপুরি সম্পন্ন হতে পারেনি। কয়েকটি হয়ে স্থগিত হয়ে যায়। যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র এবং বাকিগুলোর ক্ষেত্রে এসএসসি রেজাল্টের সাথে বিষয় ম্যাপিং করে এই রেজাল্ট দেয়া হয় আজ।

উত্তীর্ণ কোয়ান্টারা যারা উচ্চশিক্ষার্থে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের জন্যে ভর্তি প্রস্তুতি নিচ্ছে, তারা সবার দোয়াপ্রার্থী। 

প্রসঙ্গত, প্রত্যন্ত এই কলেজটি থেকে এখন পর্যন্ত ২৩০ জন শিক্ষার্থী দেশের ঐতিহ্যবাহী সব পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে সুযোগ করে নিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি