ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

চুরির অপবাদে শ্রমিককে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৬, ৩০ জুন ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানার কার্যালয়ের ভেতর এক শ্রমিককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। মারধরের ওই ভিডিও ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়ার পর কারখানাটি দুদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় রোববার পুলিশ অভিযান চালিয়ে হাসান মাহমুদ নামের একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তি ওই কারখানারই শ্রমিক।

গত শনিবার ভোরের দিকে গাজীপুরের কোনাবাড়ীতে গ্রিনল্যান্ড লিমিটেড নামের কারখানায় পিটিয়ে হত্যার ওই ঘটনা ঘটে। নিহত ১৯ বছর বয়সী শ্রমিক হৃদয়ের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। তিনি কারখানাটিতে মেকানিক্যাল মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া হৃদয়কে মারধরের ১ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তাঁকে কারখানার ভেতরে একটি কার্যালয়ের কক্ষে জানালার সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে খালি গায়ে রাখা হয়েছে। পরে সোফার ওপর বসালে সেখানে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। একপর্যায়ে হৃদয়ের মুখ ও নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। তাঁর জিনসের প্যান্টেও রক্তের দাগ লেগে ছিল।

এ ঘটনায় হৃদয়ের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় গত শনিবার রাতে অজ্ঞানামা আসামি করে একটি হত্যা মামলা করেন। গতকাল রোববার পুলিশ অভিযান চালিয়ে হাসান মাহমুদ নামের একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তি ওই কারখানারই শ্রমিক।

ওই ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ এক নোটিশে দুদিনের জন্য ছুটি ঘোষণা করে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। আগামীকাল মঙ্গলবার কারখানা খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি