ঢাকা, রবিবার   ২১ ডিসেম্বর ২০২৫

পরকীয়ার জেরে আব্রাহাম হত্যা, আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৯, ২০ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

পরকীয়ার জেরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাথাবিহীন আব্রাহাম হত্যাকাণ্ডে জড়িত আসামি রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার দুপুরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

তিনি জানান, আসামির খালার সঙ্গে নিহতের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে ব্ল্যাকমেইলের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। হত্যার পর পরিচয় গোপন রাখতে মরদেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়। 

পরে পাশের ডোবা থেকে ব্যাগভর্তি মাথা ও হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করে পিবিআই।

তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর মধ্য বাড্ডা থেকে আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার মোস্তফা কামাল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি