ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

মোংলায় প্রতিমা ভাংচুর, ৩ জনকে জিজ্ঞাসাবাদ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৩৯, ৭ আগস্ট ২০২২

মোংলায় একটি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞেসাবাদ করছে পুলিশ। 

রোববার (৭ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মন্দিরের সামনের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে হট্টগোল থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশসহ স্থানীয়দের।

এলাকাবাসী জানান, উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী এলাকার কাইনমারী মন্দির মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে মন্দির সংশ্লিষ্ট লোকজনের সাথে খেলতে আসাদের মধ্যে বাকবিতণ্ডা হয়ে আসছিল কয়েকদিন ধরেই। এ প্রেক্ষিতে মন্দির কমিটির লোকজন মন্দিরের সামনের মাঠে ফুটবল খেলতে নিষেধ করে এলাকার ছেলেদেরকে। 

শনিবার (৬ আগস্ট) বিকাল ৪টার দিকে স্থানীয় ছেলেরা ওই মাঠে খেলতে গেলে তাদের উপর চড়াও হয় মন্দির সংশ্লিষ্টরা। এনিয়ে সেখানে অনেক উচ্চবাক্য ও বাকবিতণ্ডা হয়। এ সময় উভয়পক্ষই একে অপরকে হুমকি-ধামকি দেয়। 

পরে খেলতে আসা ছেলেরা সেখান থেকে চলে যায়। 

এরপর গত রাতে ওই মন্দিরটিতে কালি ও গণেশ মূর্তির আংশিক ভাংচুর করা হয়েছে। মূলত খেলাকে কেন্দ্র করে নাকি অন্য কোন কারণ আছে তা অনুসন্ধানে কাজ করছে পুলিশ। 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ মজুমদার বলেন, শুনেছি শনিবার বিকালে মন্দিরের সামনের মাঠে ফুটবল খেলা নিয়ে মন্দির কমিটি ও খেলাতে আসা ছেলেদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল। সেই কারণে কিংবা অন্য কারণেও এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে থাকতে পারে। এ এলাকায় এমন ঘটনা এই প্রথম বলেও জানান তিনি। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে রোববার (৭ আগস্ট) ভোরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মন্দিরের সামনের মাঠে ফুটবল খেলতে নিষেধ করলে শনিবার বিকালে দুইপক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ওই বাকবিতণ্ডায় জড়ানো তিনজনকে জিজ্ঞেসাবাদের জন্য থানা আনা হয়েছে। 

মূল কারণ উদঘাটনে কাজ চলছে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি