ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রংপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ১৪ জুন ২০১৮ | আপডেট: ১০:৪৩, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রংপুরের কাউনিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিনজন আরোহী নিহত হয়েছেন।  কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাউনিয়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- আব্দুস সাত্তার সাক্কু (৫৫), আবুল কালাম (২৫) ও সোলেমান (২৮)।

পুলিশ জানিয়েছে, কাউনিয়া থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুত বেগে যাওয়ার সময় রংপুর থেকে কাউনিয়ামুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি