ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলায় ২ বছরেও হয়নি চার্জশিট(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ৭ জুলাই ২০১৮ | আপডেট: ১৭:২৫, ৭ জুলাই ২০১৮

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলায় দুই বছরেও হয়নি চার্জশিট। হামলাকারি এক জঙ্গি, ২ পুলিশ এবং স্থানীয় এক গৃহবধুর মৃত্যু হয় ঐ ঘটনায়। পুলিশ বলছে, মামলার তদন্তকাজ শেষ পর্যায়ে। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নিহতের পরিবারের।

২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগার কাছে জঙ্গি হামলা হয়। জঙ্গিদের গুলিতে মারা যায় নিরাপত্তার দায়িত্বে থাকা ২ পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম ও আনসারুল হক এবং স্থানীয় গৃহবধু ঝণা রানী ভৌমিক। পুলিশের গুলিতে মারা যায় জঙ্গি আবির রহমান। ঐ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশজুড়ে।

জঙ্গি হামলা মামলায় রাজীব গান্ধী, বোমা মিজান, আনোয়ার হোসেন, সবুর খান ওরফে সোহেল মাহফুজ ও জাহিদুল হক তানিমসহ গ্রেফতার পাঁচ জঙ্গি বর্তমানে জেলহাজতে রয়েছে। তাদের কেউ কেউ শোলাকিয়ায় হামলার বিষয়ে স্বীকারোক্তিও দিয়েছে। তবু আজো, মামলায় চার্জশিট হয়নি।

ঘটনায় দুই বছরেও বিচারকাজ শুরু না হওয়া, হতাশ নিহত ঝরনা রানীর স্বজন ও এলাকাবাসী।

কিশোরগঞ্জের পুলিশ সুপার জানালেন, মামলাটির তদন্ত শেষ পর্যায়ে। শিগগির চার্জশীট দেওয়া হবে।

শোলাকিয়ার জঙ্গি হামলা মামলার বিচারিক কার্যক্রম দ্রুত শুরুর আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীর।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি