ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

দিনাজপুরে আদিবাসীদের কোটা বহালের দাবিতে মানবন্ধন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ২৯ আগস্ট ২০১৮

বিশ্ববিদ্যালয় ভর্তি ও সরকারি চাকুরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা বহাল রাখার দাবীতে মানববন্ধন করেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ক্ষুদ্র-নৃগোষ্ঠি সম্প্রদায়।

বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে নবাবগঞ্জ-বিরামপুর সড়কে ‘সান্তাল ষ্টুডেন্ট’স ফেডারেশনের’ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।    

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে তারা উপজেলা প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করে।  

এতে লিখিত বক্তব্য পাঠ করেন, সান্তাল স্টুডেন্ট’স ফেডারেশনের সভাপতি মিকাইল টুডু। সংবাদ সম্মেলনে দিনাজপুর জেলা উত্তরবঙ্গ আদিবাসী ফোরানের আহবায়ক শ্যামল মাডীর, স্টুডেন্ট’স ফেডারেশনর সহ-সভাপতি রবিন মুর্মু, হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিরালা সরেন প্রমুখ বক্তব্য রাখেন।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, চলমান কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিগত ১৩ আগষ্ট কোটা সংস্কার কমিটির প্রতিবেদনে আদিবাসী কোটাসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কোটা বাতিলের সুপারিশ করা হয়।আদিবাসী কোটা বাতিল হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আরও বেশি পিছিয়ে পড়বে। ফলে তাদের কোটা বহাল রাখার দাবি জানান।

উল্লেখ্য,দারিদ্র আদিবাসী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনে বিভিন্নভাবে সাহায্য প্রদান, স্বাস্থ্য, মাদকের কুফল সম্পর্কে সচেতনকরণ,দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির ন্যায় সঙ্গত অধিকার আদায়ে এবং মুক্তিযুদ্ধেও চেতনায় গঠিত অরাজনৈতিক সংগঠনটি কাজ করছে।  

কেআই/এসি  

  


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি