ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

নবাবগঞ্জে আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বক্সনগর ইউনিয়ন পরিষদে এ সভার আয়োজন করা হয়।    

সভায় বক্তারা বলেন,  ঢাকা-১ আসনে আওয়ামী লীগ থেকে সালমান এফ রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। যা আমাদের জন্য সৌভাগ্য। কারণ তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। তাই দোহার-নবাবগঞ্জের উন্নয়নে এফ রহমানের বিকল্প নেই। তাকে বিজয়ী করতে পারলে দোহার-নবাবগঞ্জের ব্যাপক উন্নয়ন হবে। আমাদের সবাইকে ভোটারদের কাছে যেতে হব। ভোট চাইতে হবে নৌকা ও সালমান এফ রহমানের জন্য। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়।  

বক্সনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো.শাহিন খানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক মুন্না’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আ’লীগের জাতীয় কমিটির সদস্য অব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, আ’লীগ নেতা মোক্তার হোসেন বাদল, রেজাউল রেজা, বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তানজিল ইসলাম অপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন সিকদার, সাধারন সম্পাদক নাহিদুল আলম নাদিম প্রমুখ।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি