ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

নবাবগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার স্বামী

প্রকাশিত : ১৮:৪০, ১৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনায় করা মামলায় নিহতের স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বাগমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল।

গ্রেফতার মো. আক্কাস ফকির (৪০) উপজেলার মাইলাইল এলাকার ঘোনাই ফকিরের ছেলে ও নিহত পারুলের স্বামী।

গত মঙ্গলবার সকালে উপজেলার দিঘীরপাড় এলাকার নিজ ঘর থেকে গৃহবধূ পারুল আক্তারের (৩৮) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। স্বামী সন্তান নিয়ে দিঘীরপাড় এলাকায় পারুলের বাবার বাড়ির পাশ্ববর্তি একটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন তারা।

ওসি মোস্তফা বলেন, ওই গৃহবধূ হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই জুয়েল নিহতের স্বামী আক্কাসকে একমাত্র আসামি করে ঘটনার দিনই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার রাতে আক্কাস বাগমারা এলাকায় অবস্থান করছে বলে পুলিশ গোপনে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি