ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

মৌলভীবাজারে জাতীয় পাট দিবস পালিত

প্রকাশিত : ১৭:৩৩, ৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মৌলভীবাজারে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের নেতৃত্বে র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে পুণরায় একই জায়গায় এসে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এ অঞ্চলে পাটের উৎপাদন কিভাবে বাড়ানো যায় এ নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি