ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

এপেক্স ক্লাবের উদ্যোগে মে দিবস পালিত

প্রকাশিত : ১৯:১১, ১ মে ২০১৯ | আপডেট: ২০:৫১, ১ মে ২০১৯

Ekushey Television Ltd.

নানা আয়োজনের মধ্য দিয়ে এপেক্স ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে নোয়াখালীতে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নোয়াখালী জেলা শাখার উদ্যেগে সকাল সাড়ে ৯ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার সকালে মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে। নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে মে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় যুব সম্প্রসারণ সুনাগরিকত্ব বিষয়ক পরিচালক এমএ সায়েম টিপু।

শোভা যাত্রায় উপস্থিত ছিলেন, ক্লাবের জাতীয় সভাপতি এম এ কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি নিজাম উদ্দিন পিন্টু, সাবেক জাতীয় সভাপতি সৈয়দ নূর রহমান, জাতীয় সেবা পরিচালক মোহাম্মদ ইলিয়াস জসিম,  জেলা গভর্নর (আর্ট) কামরুল হক,  জেলা ও উপজেলার এপেক্সিয়ানরা।

 

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি