ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে `বন্দুকযুদ্ধে` জলদস্যু নিহত

প্রকাশিত : ০৮:৩১, ৫ মে ২০১৯ | আপডেট: ১১:৫৯, ৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রামের বাশঁখালীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’এক জলদস্যু নিহত হয়েছে। শনিবার ভোরে বাঁশখালী উপজেলায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতর পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবারসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, বাশঁখালী উপজেলায় জলদস্যুদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে একজনের গুলীবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি অস্ত্র ও রাউন্ড গুলী উদ্ধার করা হয়েছে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি