বান্দরবানে আওয়ামী লীগ নেতার ভাইকে গুলি করে হত্যা
প্রকাশিত : ১১:১৫, ১৯ মে ২০১৯
				
					বান্দরবানে সদর উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ভাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই ব্যক্তির নাম ক্যচিংথোয়াই মারমা (২৮)।
শনিবার গভীর রাতে রাজবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাবার বাগান পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লাঅং মারমা জানান, নিহত ক্যচিংথোয়াই মারমা (২৮) তাউ থোয়াই মারমার ছেলে। তার বড় ভাই চাইঅংগ্য মারমা রাজবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
সদর থানা ওসি শহিদুল আলম চৌধুরী বলেন, রাত ১টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী চাইঅংগ্য মারমার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ছোট ভাই ক্যচিংথোয়াইকে গুলি করে হত্যা করে। নিহতের লাশ উদ্ধার করে বান্দরবানে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
				        
				    









