মৌলভীবাজারে ১৪২ কোটি টাকার পৌর বাজেট ঘোষণা
প্রকাশিত : ২১:২১, ৩০ জুন ২০১৯

নতুন কোনো করারোপ ছাড়াই মৌলভীবাজার পৌরসভার ১৪২ কোটি ২৮ লক্ষ ৪০ হাজার ২৮০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার দুপুরে পৌর মিলনায়তনে সাংবাদিক ও পৌর নাগরিকদের উপস্থিতিতে ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
বিশাল এ বাজেটে রাস্তাঘাট ছাড়াও শিক্ষা ও স্বাস্থ্য খ্যাতকে গুরুত্ব দেয়া হয়েছে। পর্যটন জেলা শহর হিসেবে শহরে ফুলের বাগান, বেরি লেকের সৌন্দর্য বর্ধন, পৌরসভার পুকুরের পাড় বাঁধাই ও পায়ে হাটার পথ এবং শহরের ভিতর দিয়ে প্রবাহিত কোদালী ছড়ার দুই পাড়ে গাইডওয়াল, পায়ে হাটার পথ ও ফুলের বাগানসহ বিভিন্ন বিষয় বাজেটে স্থান পেয়েছে।
বাজেট ঘোষণা পরবর্তী মতবিনিময় সভায় বক্তারা বলেন, সুন্দর একটি বাজেট প্রণয়ন করা হয়েছে। যে বাজেটে নগরীর সকল মানুষের স্বার্থ সংরক্ষিত হয়েছে।
বাজেটের উপর এ মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, সাংবাদিক এস এম উমেদ আলী, মৌলভীবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান সহ অন্যান্যরা।
বাজেট ঘোষণাকালে মেয়র বলেন, চলতি অর্থ বছরে নতুন কোনো করারোপ করা হয়নি। পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মান সম্পন্ন সেবা প্রদানের দিকে লক্ষ্য রেখে এ বাজেট করা হয়েছে।
এছাড়াও তিনি শহরের একমাত্র পানি নিষ্কাশনের খাল কুদালীছড়া ময়লা আবর্জনা না ফেলার জন্য পৌর নাগরিকদের আহ্বান জানান। তিনি শহরকে পরিছন্ন রাখতে ইতোমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছেন বলে জানান।
এ সময় তিনি পৌরসভার উন্নয়নের লক্ষে মৌলভীবাজারের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গঠনমূলক রিপোর্টগুলোকে স্বাগত জানান।
আরও পড়ুন