ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সাতক্ষীরায় আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৪, ২২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে ইউনিয়নের হাজামপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

জানা যায়, নজরুল সকালে কদমতলা বাজার থেকে মটোরবাইকে করে বাড়ি ফিরছিলেন। তিনি স্টোন ব্রীকসের কাছে পৌঁছালে পুর্ব থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলেই মারা যান। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

প্রসঙ্গত, ইতোপূর্বে নজরুলকে কয়েকবার হত্যার চেষ্টা করা হয় বলে স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়। এর আগে তার বড়ভাই সিরাজুল ইসলাম ও ভাতিজা কবির হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছিল। 

এমএস/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি