ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় সামাদ (৪০) ও আলম (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার গোদাগাড়ী মেডিকেল মোড়ের ওয়ার্ল্ড ভিশন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সামাদ চাঁপাইনবাবগঞ্জ সদরের বিদিরপুর গংকা গ্রামের বাসিন্দা এবং আলমও একই গ্রামের।

ওসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। অপরদিক থেকে মোটরসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন সামাদ ও আলম। এ সময় ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আলম। পরে আহত অবস্থায় সামাদকে উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকচালক ও তার সহযোগীকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি