ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা,থানায় মামলা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:১০, ৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসীর স্ত্রী গলায় রশি দিয়ে  আত্মহত্যা করেছে। মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলা পৌর সদরের গদখালী গ্রামে এই ঘটনা ঘটে। 

কলারোয়া সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বেল্লাল হোসেন জানান, বেলা ১টার দিকে পৌর সদরের গদখালী গ্রামের মনিরুল ইসলাম মনির স্ত্রী রায়মা খাতুন (২১) কে তার আত্মীয়-স্বজনরা নিয়ে  জরুরি বিভাগে আসেন। তখন চিকিৎসকরা রায়মাকে দেখে মৃত্যু ঘোষণা করেন। 
 
জানা গেছে, নিহত রায়মার স্বামী মনি প্রবাসে থাকেন। তবে কি নিয়ে রায়মা আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি