ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৭, ৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের বোর্ড বাজার এলাকায় একটি বেসরকারী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার সকালে ঐ বুথে ঢুকে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এই তথ্য পুলিশ নিশ্চিত করেছে।
 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ’র (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল জানান, বুধবার সকালে বোর্ড বাজার এলাকায় এবি (আরব-বাংলাদেশ) ব্যাংকের বুথে কয়েকজন দুর্বৃত্ত প্রবেশ করে বুথের নিরাপত্তাকর্মী জাহাঙ্গীরকে (৪৩) ছুরিকাঘাত করে।
 
এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে। তবে দুর্বৃত্তরা এটিএম বুথ থেকে কোন টাকা লুট করতে পারেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 
 
নিহত জাহাঙ্গীরের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি