ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

পদ্মায় ভাসল যুবকের লাশ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২১:১৪, ১৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলার পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের বিবস্ত্র অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপুরে উপজেলার মৈনটঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয় বলে জানান দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো.মোজাম্মেল হক। নিহতের বয়স আনুমানিক ২৩ বছর। তার নাম পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মো. মোজাম্মেল হক বলেন, স্থানীয়রা লাশটি ভাসতে দেখে সোমবার সকালে পুলিশে খবর দেয়।লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

৪/৫ দিন আগের লাশটি অর্ধগলিত হয়ে পঁচে যাওয়ায় নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা শনাক্ত করা যায়নি।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

নিহতের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হচ্ছে।এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি