ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

গফরগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

ময়মনসিংহ

প্রকাশিত : ০৮:১০, ২২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ময়মনসিংহের গফরগাঁওয়ে অটো চালক সুজন হত্যা মামলার প্রধান আসামি এখলাছ উদ্দিন ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন।

গফরগাঁও উপজেলার পাগলা চাকুয়া এলাকায় অবস্থান করছে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও সুজন হত্যা মামলার প্রধান আসামি এখলাছসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী এমন খরবে অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক কারবারিরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এখলাছ গুলিবিদ্ধ হলে অন্যরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এমনটি জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই রাতে সুজন নামের এক চালককে জবাই করে এখলাছসহ বেশ কয়েকজন। এখলাছের বিরুদ্ধে হত্যা, ডাকাতি মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি