ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

সাতক্ষীরায় ‘মাদক ব্যবসায়ীর’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৪, ২৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুরে মুনসুর শেখ (৪৫) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর উপজেলার বাঁকাল ইসলামপুর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত মুনসুর শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের আবদুল হামিদের ছেলে।

পুলিশ বলছে, মুনসুর শেখ একজন মাদক ব্যবসায়ী। মাদক কারবার নিয়ে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত হয়েছে মুনসুর। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান একুশে টিভিকে জানান, শুক্রবার ভোর চারটার দিকে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের গোলাগুলিতে এই ঘটনাটি ঘটে। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী মুনসুর শেখ নিহত হলেও তার প্রতিপক্ষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। 

তিনি আরও বলেন, মুনসুর শেখের বিরুদ্ধে শ্যামনগর থানাসহ বিভিন্ন থানায় ১৪টি মাদক মামলা রয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি