ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

রেললাইন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৪, ১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজবাড়ী-ফরিদপুর রেললাইনের মধ্য থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার সকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেল স্টেশন এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল ৮টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ফরিদপুরগামী “রাজবাড়ী-ফুরিদপুর এক্সপ্রেস-১ ট্রেন” সদর উপজেলার খানখানাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দাঁড়ায়।ট্রেনটির যাত্রী উঠা নামার পর তা ফরিদপুরের উদ্দেশ্যে পুনরায় ছেড়ে যায়।এরপর পরই স্থানীয়রা দেখতে পান রেললাইনের মাঝে মৃত অবস্থায় একটি সদ্য ভুমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ পরে আছে। 

তাদের ধারনা, ওই ট্রেনের কতিপয় যাত্রী কোচ-এর বাথরুম থেকে এই নবজাতকের মরদেহ ফেলে দিয়েছে। 

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি আকবর হোসেন জানান,সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই মরদেহটি উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি